মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। দুই রাজ্যেই ছিল পালাবদলের ভোট। কিন্তু ফলাফল সব সম্ভাবনা উড়িয়ে দিল। বাংলার প্রতিবেশী ঝাড়খণ্ড তো বটেই, মহারাষ্ট্রেও ক্ষমতা ধরে রাখল শাসক। মহারাষ্ট্রের ক্ষেত্রে ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, সেখানে শুধু প্রতিষ্ঠান বিরোধিতাই নয়, বিজেপির মহাজুটির লড়াই ছিল লোকসভার জঘন্য ফলের বিরুদ্ধেও। দেখা গেল, প্রতিষ্ঠান বিরোধিতাকে তুড়ি মেরে উড়িয়ে মহাজুটির দুরন্ত প্রত্যাবর্তন।