Tapas Roy

‘ভোটের মধ্যেই রোজভ্যালির ফাইল খোলা হবে’, সুদীপ- শ্রেয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি তাপস রায়ের

রবিবার মানিকতলায় প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তাপস রায়। কমিশনে অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী।

প্রতিবেদন-সুদীপ্তা,সম্পাদনা-সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ১৮:৫৩
Advertisement

রবিবার মানিকতলায় প্রচারে বেরিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। অভিযোগ, প্রচারের সময়ে পুলিশের সামনেই কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের সমর্থকেরা। তাপসের গাড়ির সামনে বসে পড়েন অনেকে। এই ঘটনায়, তাপসের নিশানা শ্রেয়া পান্ডে ও উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে। শ্রেয়া পাণ্ডের পাল্টা বক্তব্য, মানিকতলায় বিধায়কের আসন ফাঁকা কেন সেটাই জানতে গিয়েছিলেন তৃণমূল সমর্থকেরা। কোনও বিক্ষোভ দেখানো হয়নি বলেই দাবি শ্রেয়ার। রবিবারের পর সোমবারও প্রচারে বেরোন তাপস রায়। একহাত নিলেন তাপস।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement