Bohurupi

‘আমি নিজের হাউসের সিনেমা ছাড়া অভিনয় করব না, নন্দিতা রায়ই শুধু আমার পরিচালক’

‘‘আমি উইন্ডোজ়-এর সিনেমা ছাড়া অভিনয় করব না। নন্দিতা রায়ই শুধু আমার পরিচালক,’’ বললেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ২০:৪৩
Advertisement

এই মুহূর্তে টলিপাড়ায় অন্যতম চর্চার কেন্দ্রে নতুন জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের রসায়ন। ছবির অন্যতম ‘ইউএসপি’ বহুরূপী শিল্পীরা। প্রথম বার কোনও বহুরূপী শিল্পী ছবিতে অভিনয় ও গান করেছেন। মুক্তধারা করার সময় জেলেই এক ডাকাতের সঙ্গে পরিচয় হয়েছিল শিবপ্রসাদের। তার মুখ থেকে শোনা নানা ডাকাতির গল্প থেকেই ছবির প্লট নিয়ে ভাবনা শুরু। নন্দিতা রায়ের কথাতেই ব্যাঙ্ক ডাকাতের ভূমিকায় অভিনয় করেন তিনি, জানিয়েছেন শিবপ্রসাদ। তবে নিজের হাউস ছাড়া অভিনয় করবেন না বলে সাফ জানিয়েছেন শিবপ্রসাদ। বহুরূপী সম্পর্কে কৌশানীর ধারণা না থাকলেও শান্তিনিকেতনে যাতায়াতের কারণে বহুরূপী শিল্পীদের সঙ্গে পরিচয় ছিল শিবপ্রসাদের। তবে ইন্ডাস্ট্রিতে বহুরূপী কে, এই প্রশ্নে বাস্তবের ডাকাতের বয়ানেই পরিচালক অভিনেতার জবাব ‘‘সমাজে এরকম প্রচুর মানুষ আছে যারা পেছন থেকে ছুরি মেরে দেবে, তারাই হচ্ছে বহুরূপী’’।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement