Agomonir Adda

‘আগমনীর আড্ডা’ নবম পর্ব: ‘জেন জ়ি’দের প্রেম যে রকম

‘ব্লাইন্ড ডেট’, ‘হ্যাল খাওয়া’, ‘রেড ফ্ল্যাগ’ থেকে ‘ধাঁধার থেকেও জটিল’ প্রেম। আগমনীর আড্ডায় অনন্যা, ঋতব্রত, অনুশা, লহমা— রুপোলি পর্দার ‘জেন জ়ি’রা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ১৬:০২
Advertisement

শাহরুখ খানের সিনেমা দেখে বড় হওয়ার ঋতব্রত, অনন্যা, অনুশা, লহমাদের ‘সিনেম্যাটিক’ প্রেম চাই। পুজোর সময় প্রেম-প্রেম ভাব বেড়ে যায়, অনুশার স্পষ্ট স্বীকারোক্তি। রিলের মতো সংক্ষিপ্ত প্রেম নয় তো? রিলের সঙ্গে ‘রিয়েল লাইফে’র তফাত খেয়াল রাখেন লহমা। ঋতব্রত জানেন, দশমীর পরেও যদি পুজোর প্রেম টিকে যায়, তা হলে বুঝতে হবে সে সম্পর্ক আরও কিছু দিন তরতরিয়ে এগোবে। ‘হাউ আই মেট ইয়োর মাদার’ থেকে যাপনের পাঠ নেওয়া প্রজন্মের কাছে উৎসব আর প্রেমের মানে কী? আনন্দবাজার অনলাইনের ‘আগমনীর আড্ডা’য় খ্যাতনামা ‘জেন জ়ি’রা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement