Rahul Gandhi

মোদীর ‘মুখোমুখি’ লড়তে রাহুলকে বিরোধী দলনেতা চায় কংগ্রেস, মানবে ‘ইন্ডিয়া’?

লোকসভায় বিরোধী দলনেতার পদে কি রাহুল গান্ধী? আলোচনায় ‘ইন্ডিয়া’।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৪ ১৭:১৬
Advertisement

চব্বিশের নির্বাচনের ফল ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছে—তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। অষ্টাদশ লোকসভায় সব থেকে বড় দল ভারতীয় জনতা পার্টি। আসন সংখ্যা ২৪০। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিকি সহায়তায় সরকার গড়তে চলেছে বিজেপি-ই। চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমার, একনাথ শিন্ডে, চিরাগ পাসওয়ানের মতো ‘বন্ধু’দের নিয়েই এ বার সরকার গড়বেন নরেন্দ্র মোদী। রাইসিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবিই জানিয়ে এসেছেন তিনি। সব ঠিকঠাক থাকলে ৯ জুন, রবিবার শপথ নেওয়ার কথা নরেন্দ্র মোদীর। এখন প্রশ্ন, কে হবেন লোকসভার বিরোধী দলনেতা?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement