Aparajita Auddy

মুখে হাসি, মনে বিষাদ! লক্ষ্মী এলেও হবে না নারায়ণ সেবা, দেবীর কাছে সুবিচার চাইবেন অপরাজিতা

“মেয়েরা রোজ লাঞ্ছিত। মানুষই ঘৃণ্য কাজ করছে। যাদের কাছে ক্ষমতা আছে তারা আরও বেশি করে করছে,” মন্তব্য অভিনেত্রী আঢ্যের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৫:২৯
Advertisement

বাড়িতে লক্ষ্মীপুজো। আলপনা দেওয়া থেকে প্রতিমার সাজগোজ— নিজে হাতেই সবটা আয়োজন করছেন অপরাজিতা আঢ্য। আজ থেকে নয়, গত ২৮ বছর ধরে বাড়িতেই লক্ষ্মীপুজো করে আসছেন তিনি। লক্ষ্মীপুজোর দিন প্রতি বছরই অপরাজিতার বাড়িতে জনসমাগম হয়। পরিবার, বন্ধুবান্ধব ছাড়াও প্রচুর মানুষ এসে তাঁর বাড়িতে অন্নগ্রহণ করেন। অপরাজিতার শাশুড়িও খুশি ‘নারায়ণ সেবা’ করে। এ বার ঘরে লক্ষ্মী এলেও নারায়ণ সেবা হচ্ছে না। মুখে হাসি থাকলেও মনে বিষাদ, তাই অনাড়ম্বরেই ধনদেবীর আরাধনায় অপরাজিতা। টলি অভিনেত্রীর কথায়, এ বছরের পরিস্থিতি আড়ম্বরের নয়। শ্বশুরের মৃত্যু আর কোভিডকাল— এই দু’বছরই ছিল ‘শোক’। আর সে কারণেই পুজো ছিল অনাড়ম্বর। এ বারও যেন এই একই পরিস্থিতির সম্মুখীন অপরাজিতা। পুজোয় অপরাজিতার এ বার একটাই চাওয়া, ‘সবার চৈতন্য হোক’। দেশে, রাজ্যে, শহরে যে ভাবে মেয়েরা লাঞ্ছিত হচ্ছেন, তা লজ্জার। দেবী লক্ষ্মীর কাছে এ বছর সুবিচারের প্রার্থনাই করবেন অপরাজিতা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement