Keir Starmer

পালাবদল ব্রিটেনে, ১০, ডাউনিং স্ট্রিটের নতুন বাসিন্দা এখন কিয়ের স্টার্মার

ব্রিটেনে ইতিহাস গড়ল লেবার পার্টি। ঋষি সুনককে হারিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কিয়ের স্টার্মার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৪ ২০:৩০
Advertisement

১৪ বছর পর ব্রিটেনে ইতিহাস গড়ল লেবার পার্টি। অবসান ঘটল ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির শাসনের। ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঋষি সুনককে হারিয়ে কনজারভেটিভ শাসনের ইতি টেনে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কিয়ের স্টার্মার। ২০১০ সালের পর এই প্রথম কোনও লেবার পার্টির নেতার ঠিকানা হবে ১০, ডাউনিং স্ট্রিট।

Advertisement

১৯৬২ সালে লন্ডনে জন্ম নেওয়া এই স্টার্মার খুব কম বয়সেই জড়িয়ে পড়েন রাজনীতিতে। মাত্র ১৬ বছর বয়সে যোগ দেন লেবার পার্টির যুব সংগঠনে। এরপর ২০০২ সালে, ব্রিটেনের মানবাধিকার আইনজীবী, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিরেক্টর অফ পাবলিক প্রসিকিউশন এবং ২০১৫ থেকে পাকাপাকিভাবে রাজনৈতিক যাত্রা শুরু করেন স্টার্মার। ২০২০ সালে লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর ২০২৪ এর প্রথম নির্বাচনেই বাজিমাত। স্টার্মারের নেতৃত্বে, লেবার পার্টি ১৪ বছর পর ক্ষমতা থেকে রক্ষণশীলদের উৎখাত করে ব্রিটেনে সরকার গড়তে চলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement