Kunal Kamra

কুণালের কমেডিতে নাম না করে শিন্দেকে ‘গদ্দার’ বলে উল্লেখ, মহারাষ্ট্র বিধাসভায় ধুন্ধুমার

মুম্বইয়ের এক শোয়ে প্যারডি গানের কথায় ‘গদ্দার’ চরিত্রের কথা বলেন কুণাল কামরা। তা নিয়েই চটে লাল শিন্দেপন্থী শিবসেনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২১:২৪
Advertisement

কুণাল কামরা। স্ট্যান্ড-আপ কমেডিয়ান। মুম্বইয়ে তিনি একটি শো করার পরেই, শিন্দেপন্থী শিবসেনা সেখানে তাণ্ডব চালায়। স্টুডিয়ো ভাঙচুর করে। পরে টেলিভিশনে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। সেখানে একজন শিন্দে অনুগামী ফোনে কুণালকে হুমকি দেন। স্ট্যান্ড-আপ কমেডিয়ান তাঁকে তামিলনাড়ুতে দেখা করতে বলেন।

Advertisement

মুম্বইয়ের শোয়ে শাহরুখ খানের একটি জনপ্রিয় সিনেমার গানকে হাতিয়ার করেন কুণাল। গানের সুর এক, কথা আলাদা। ওই প্যারডি গানের কথায় এক ‘গদ্দার’ চরিত্রের কথা বলেন তিনি। চরিত্রটি থানের রিকশাচালক। মুখে দাড়ি, চোখে চশমা। আর তা নিয়েই তুমুল হইচই! চটে লাল শিন্দেপন্থী শিবসেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement