আইরিশ লোকসঙ্গীতে মলি মেলোন এক মহিলা হকার, ডাবলিন শহরে ছোট একটা দু’চাকার ঠেলায় মাছ বিক্রি করেন। ডাবলিনে মলির ব্রোঞ্জ-মূর্তি অবশ্য ইদানীং অন্য এক কারণে জনপ্রিয় হয়েছে। লোকমুখে রটেছে মলির স্তন স্পর্শ করলে নাকি ভাগ্য খোলে। ডাবলিনের পর্যটকেরা মলিকে স্পর্শ করে তাই ভাগ্যবান হতে চাইছেন। আইরিশ টাইমস্-এর মতে, ২০১৪ সালের আগে কোনও একটা সময় থেকে পর্যটকেরা মলির স্তন-স্পর্শ শুরু করেন। পথচলতি মানুষের স্পর্শে বিবর্ণ হয়ে গিয়েছে মলির স্তন। ট্রিনিটি কলেজের ছাত্রী টিলি ক্রিপওয়েল। তিনি মানুষের এই আচরণ মেনে নিতে পারেননি। তেইশ বছরের টিলি গানের কথায় সুরে তাঁর প্রতিবাদ জানিয়েছেন।