Cyclone Dana

মেঘলা আকাশ, উত্তাল সমুদ্র, প্রবল শক্তি নিয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ডেনা’

ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় ‘ডেনা’র গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ০৯:১১
Advertisement

শক্তিশালী থেকে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ডেনা’। বৃহস্পতিবার গভীর রাতে ওড়িশার ধামারা এবং ভিতরকণিকার মাঝামাঝি কোনও জায়গায় এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার পূর্বাভাস। এই মুহূর্তে সাগর থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘ডেনা’। পারাদীপ থেকে যার দূরত্ব এখন ২০০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার পূর্ব এবং পশ্চিম, দুই মেদিনীপুরেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনাতেও। ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা যাবে কলকাতা, হাওড়া, হুগলি-সহ ঝাড়গ্রামের মতো জেলাতেও। এই জেলাগুলোতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর জন্য হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

Advertisement

এ দিন সকাল থেকেই আকাশ মেঘলা। উত্তাল হচ্ছে সমুদ্র। আগাম সতর্কতা নিয়ে পর্যটকশূন্য করে দেওয়া হয়েছে দীঘা। তৎপর প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement