‘ডেনা’ ফেরাচ্ছে পুরনো স্মৃতি, অতীতে বড়সড় কোন কোন ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলেছে দেশ?
আমপান, না হুদহুদ— কার ক্ষমতা বেশি ছিল? কোন কোন ঝড় গর্জালেও বর্ষায়নি শেষমেশ?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ২২:১১
Advertisement
আবহবিদেরা বলছেন, ভারতের পূর্ব এবং পশ্চিম দুই উপকূলেই ঘূর্ণিঝড়ের সংখ্যা আর প্রাবল্য বেড়েছে। নেপথ্যে জলবায়ু পরিবর্তন। এ ব্যাপারে ভারত এবং আমেরিকার খুব একটা তফাত নেই। অতীতে কোন কোন বড় ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলেছে দেশ?