RG Kar Protest

‘আরজি কর আপনাদের ফেরাবে না’, হাসপাতালে ফিরে রোগীদের বার্তা জুনিয়র ডাক্তারদের

সিজিও কমপ্লেক্স অভিযান শেষে আরজি কর হাসপাতালে ফিরলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। জানালেন, কাল থেকে যোগ দেবেন জরুরি পরিষেবায়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫২
Advertisement

১০ অগস্ট থেকে কর্মবিরতি চলছিল। পূর্ব ঘোষণা মতো, ২০ সেপ্টেম্বর আংশিক ভাবে কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকেরা। এ দিন সন্ধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর অভিযান শেষে আরজি কর হাসপাতালে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হলেন আন্দোলনকারীরা। পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন সাধারণ মানুষকে। তাঁদের দাবি, ২৭ সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর থাকবে তাঁদের। পাশাপাশি হাসপাতালে হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সরকারের উপরে চাপ বজায় রাখবেন বলেও জানাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। জরুরি পরিষেবায় ফিরলেও, অভয়ার বিচারের জন্য আন্দোলন চলবে, জানালেন আরজি করের জুনিয়র চিকিৎসকেরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement