RG Kar Protest

‘শুধু নিরাপত্তা নয়, রোগী পরিষেবার স্বার্থেই কর্মবিরতি’, এ বারও কি পাশে থাকবে জনতা?

১ অক্টোবর থেকে ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তারেরা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ২০:৩৭
Advertisement

আরজি কর নিয়ে প্রতিবাদের মধ্যে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে আক্রান্ত চিকিৎসকেরা। ২৭ সেপ্টেম্বর রোগীর মৃত্যুর জন্য ডাক্তারদের দায়ী করে চড়াও হয়েছিল রোগীর পরিবার পরিজন। তারপর থেকেই সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। সোমবার দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার সকালে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে ঘোষণা করা হয়, তাঁরা দ্বিতীয়বার কর্মবিরতিতে যাচ্ছেন। আরজি করের ঘটনায় ৯ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৪২ দিনের কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকেরা। রাজ্য সুপ্রিম কোর্টে দাবি করেছে, এই কর্মবিরতির কারণেই লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। অনেকের মৃত্যুও হয়েছে। পাল্টা কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং রোগী স্থানান্তরের জন্য কেন্দ্রীয় পদ্ধতি অবলম্বনের দাবি জানাচ্ছেন আন্দোলনরত চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে আবারও কর্মবিরতি। পাশে থাকবে জনতা?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement