RG Kar Protest

‘ধনধান্যের বুকিং বাতিল করেছে সরকার’, শুক্রবার ডাক্তারদের গণকনভেনশন হবে এসএসকেএমে

২৭ সেপ্টেম্বর জুনিয়র ডাক্তারদের গণকনভেনশন, সে দিনই আন্দোলনের আগামীর রূপরেখা ঘোষণা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৩
Advertisement

সরকারের অসহযোগিতার অভিযোগ। ২৭ সেপ্টেম্বর ধনধান্য অডিটোরিয়ামে হচ্ছে না জুনিয়র ডাক্তারদের গণকনভেনশন। আন্দোলনকারী চিকিৎসকেরা এ দিন সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, অগ্রিম বুকিং থাকা সত্ত্বেও ‘অদৃশ্য’ কারণে তা বাতিল করে দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার সংবাদমাধ্যমকে বলেন, তাঁরা রবীন্দ্র সদন, নজরুল মঞ্চ, কলামন্দিরের মতো সরকারি হলগুলোর সঙ্গে যোগাযোগ করলেও কেউ তাঁদের ‘হল দেয়নি’। তাঁদের না কি বলা হয়েছে, ‘প্রতিবাদ তো শেষ, কেন অযথা কর্মসূচি করছো’! বুধবার আরজি করে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারেরা ঘোষণা করেছেন, শুক্রবার সেই গণকনভেশন হবে এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে। তাঁরা যে নির্যাতিতার বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদ, আন্দোলন চালিয়ে যাবেন তা আরও একবার পরিষ্কার করে দেন। গণকনভেনশন থেকে আন্দোলনের আগামী রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement