১৩ বছর বয়সে কোটিপতি! সম্ভব? হ্যাঁ, আইপিএলে সব সম্ভব। আর সম্ভব হবে নাই বা কেন, ‘মনোরঞ্জনের বাপ বলে কথা।’ নাচে, গানে, ক্রিকেটে তো বটেই, এমনকি নিলামেও এটাই এখন ভারতের প্রাইমটাইম ক্যাচার। এ বারের মতো নিলাম শেষ। শুরু থেকে শেষের পর্ব পর্যন্ত টানটান বিনোদন। জ়িরো থেকে হিরো— মরসুমের হাওয়া মোরগ ঘুরলে বদলে যায় কপাল। দুবাইয়ে যেমন এ বার দরই পেলেন না ‘আগামীর সচিন’। পৃথ্বী শ থেকে গেলেন অবিক্রীত। আবার এই নিলামেই নজরকাড়া হয়ে থাকল বৈভব সূর্যবংশী। নাবালক ব্যাটারের দাম উঠল ১ কোটি ১০ লক্ষ। কিনল রাজস্থান রয়্যালস।
সব ঠিকঠাক থাকলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে এই আইপিএলে রেকর্ড গড়তে চলেছেন বিহারের এই বিস্ময়। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে বছর খানেক আগে। তখন বৈভব মাত্র ১২ বছর ২৮৪ দিনের। পেশাদার ক্রিকেট লিগে নিলামের দিন বৈভবের বয়স ১৩ বছর ২৪৩ দিন। নাবালকের সাফল্যে খুশিতে একেবারে ডগমগ সমস্তিপুর।
রাজস্থান রয়্যালসে দাদা হিসাবে বৈভব পাবে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেলের মতো সিনিয়রদের। সুযোগ থাকবে জোফ্রা আর্চার, সিমরন হেটমায়ারের মতো আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে খেলার। ১৩ বছরের বাঁ হাতি স্যর হিসাবে পাবে রাহুল দ্রাবিড়কে।
প্রতিভার বিরাট মূল্য খুশি এনে দিয়েছে সমস্তিপুরের কৃষক পরিবারে। ছেলের স্বপ্নের জন্য বাড়িঘর, জমিজমা পর্যন্ত বিক্রি করতে হয়েছে। কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হয়েছে মুম্বইয়ে। কাজ করতে হয়েছে নাইটক্লাবের বাউন্সার হিসাবেও। সে ঘরে এ বার লক্ষ্মী এসেছে।