IPL 2025 Punjab Kings vs Gujarat Titans

কেকেআরের ‘বিতাড়িত’ ক্যাপ্টেন পঞ্জাবকে জিতিয়ে শ্রেয়স দেখালেন ক্যাপ্টেনের ইনিংস কাকে বলে

সেঞ্চুরি হতে যখন আর মাত্র ৩ রান বাকি। শশাঙ্ককে শ্রেয়স বললেন, ‘আমার সেঞ্চুরি নিয়ে ভাবিস না।’

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৫:৫৯
Advertisement

এক জন নেতা বোধহয় এ ভাবেই তৈরি হয়। কলকাতা তাদের ট্রফি জয়ের ক্যাপ্টেনকে ধরে রাখতে পারেনি। সেই শ্রেয়স পঞ্জাবের ক্যাপ্টেন হিসাবে নেমে দেখিয়ে দিলেন ‘ক্যাপ্টেন’স ইনিংস’ কাকে বলে। কলকাতা ছেড়ে দেওয়ায় মোটেই খুশি ছিলেন না শ্রেয়স। টানটান ম্যাচে পঞ্জাব যে ভাবে গুজরাতকে হারাল, তাতে শ্রেয়সের ৯৭ যে কোনও সেঞ্চুরির চেয়ে দামি। প্রথম ম্যাচে ফিল সল্ট, আর এ বার শ্রেয়স আয়ার, কেকেআরের দুই বাতিল তারকা এ বছরের আইপিএলে দারুণ শুরু করেছেন। দুই প্রাক্তনের এই পারফরম্যান্স দেখে কেকেআর ম্যানেজমেন্ট কী বলছে?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement