আরজি করের ঘটনার প্রতিবাদে মানববন্ধনের ডাক, সেই ডাকে সাড়া দিয়ে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত রাস্তার ধারে হাতে হাত ধরে দাঁড়িয়ে সারিবদ্ধ মানুষ। এমনই দৃশ্যের সাক্ষী থাকল রবিবারের রাত। সমাজের সর্বস্তরের মানুষ শামিল হয়েছেন এই মানববন্ধনে। সোমবার আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর অতিক্রান্ত এক মাস, সেই রাতেই অভূতপূর্ব প্রতিবাদের স্বরে ‘কল্লোলিত মহানগর কলকাতা’।