মাস্কে ঢাকা মুখ, তাতে উপচে পড়া উদ্বেগ। সকলেই চাইছেন চিকিৎসা। চিনের হাসপাতালের ভিড়ে ঠাসা চত্বরের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়াতেই ফিরে এসেছে পাঁছ বছর আগের আতঙ্ক। আবার একটি অতিমারি? আবার লকডাউন? চিনে নতুন ভাইরাস ‘হিউম্যান মেটানিউমোভাইরাস’ বা HMPV-কে নিয়ে ক্রমশ বাড়ছে আতঙ্ক। কারা আক্রান্ত হতে পারেন? প্রাণহানির সম্ভাবনা কতটা? আমরা কি আবার লকডাউনের পথে এগোচ্ছি? HMPV নিয়ে বিশদে জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল বিশেষজ্ঞ চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিকের সঙ্গে।