Chopra Assault Case

শিলিগুড়ি এসেও চোপড়া গেলেন না, দিল্লিতেই ফিরছেন রাজ্যপাল! কিন্তু কেন?

রবিবার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, তৃণমূলের স্থানীয় নেতা জেসিবি রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছেন এক যুবক এবং এক যুবতীকে। মঙ্গলবার সেই এলাকা পরিদর্শন করার কথা ছিল রাজ্যপালের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৪ ১৭:৩৭
Advertisement

এই ভিডিয়ো তুলে ধরে তৃণমূলকে কোণঠাসা করায় চেষ্টার কসুর করছে না বিজেপি। নেতারা। সভাপতি জেপি নড্ডা থেকে শুরু করে আইটি সেলের প্রধান অমিত মালবীয়, প্রত্যেকেই রাজ্য সরকারকে আক্রমণ করছেন। রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্টো দিকে, চোপড়ার ঘটনাকে বিচ্ছিন্ন হিসাবে তুলে ধরে বিজেপিশাসিত রাজ্যগুলিতে গণপিটুনির লাগাতার ঘটনার প্রসঙ্গ তুলে ধরতে চাইছে তৃণমূল। যাতে নয়া মাত্রা যোগ করল মঙ্গলবার রাজ্যপালের শিলিগুড়ি পৌঁছেও চোপড়া না যাওয়ার ঘটনা। সব মিলিয়ে, চোপড়ার ঘটনায় নতুন করে আবার তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement