Lok Sabha Election 2024

ভোটের আগে খুলবে বন্ধ হয়ে যাওয়া স্বর্ণখনি, আশায় বুক বাঁধছে অন্ধ্রপ্রদেশের হিন্দুপুর

১৩ মে অন্ধ্রপ্রদেশের হিন্দুপুর কেন্দ্র নির্বাচন। তার আগে, গ্রামবাসীদের আবেদনে সাড়া দিয়ে বন্ধ হয়ে যাওয়া সোনার খনি ফের খুলতে চলেছে সরকার।

আনন্দবাজার অনলাইন
শেষ আপডেট: ০৩ মে ২০২৪ ২০:৫১
Advertisement

ভোট মরসুমে দু’দশকের প্রতীক্ষা অবসান। ১৩ মে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশের হিন্দুপুরে ভোট। রামগিরি অঞ্চলের দুই লক্ষেরও বেশি বাসিন্দার দীর্ঘ দিনের দাবিতে অবশেষে বন্ধ হয়ে যাওয়া সোনার খনি চালু করতে তৎপর হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। সেই খবরে আশার আলো জেগেছে হিন্দুপুরবাসীর মনে।

Advertisement

দু’দশক ধরে বন্ধ পড়ে আছে অনন্তপুর জেলার ২০০০ হেক্টর অঞ্চল জুড়ে বিস্তৃত সোনার খনি। কর্মসংস্থানের আশায় দীর্ঘ দিন ধরে খনি পুনরুজ্জ্বীবনের দাবি জানাচ্ছিলেন নাগরিকেরা। অবশেষে খনি খোলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। হিন্দুপুরের এক গ্রামবাসীর কথায়, “খনির কাজ শুরু হলে গ্রামবাসীরা সকলে খুশি হবে। প্রত্যেক বিধায়ক ও সাংসদই বলেছেন খনির কাজ শুরু হবে, কিন্তু কবে থেকে শুরু হবে তা এখনও বলা হয়নি। তবে খনির কাজ শুরু হলে গ্রামের উপকার হবে। ৩০০০ থেকে ৪০০০ মানুষের কর্মসংস্থান হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement