Gita Path

ব্রিগেডে সাজ সাজ রব, গীতাপাঠের প্রস্তুতি তুঙ্গে

নজরুলের গান আর শঙ্খধ্বনি দিয়ে শুরু হবে গীতাপাঠের অনুষ্ঠান।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ১৮:১১
Advertisement

বড় দিনের আগে এক অন্যরকম দিনের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। ২৪ ডিসেম্বর ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান। বিভিন্ন আশ্রমের সাধু-সন্ন্যাসীরা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন কলকাতায়। পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজ নিয়ে আসা হয়েছে ব্রিগেডে। বিভিন্ন আশ্রম থেকে আনা হয়েছে মাটি। খুটিপুজো করে মূলমঞ্চ বানানোর কাজ শুরু হয়।

Advertisement

২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠান উপলক্ষ্যে এক লক্ষ মানুষের সমাগম হওয়ার কথা থাকলেও সেই সংখ্যা ছাপিয়ে যাবে বলেই ধারণা উদ্যোক্তাদের। এই অনুষ্ঠানে থাকছে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক, রাখা হয়েছে মেডিক্যাল টিম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement