Adani

আরও বিপাকে আদানি, আমেরিকার আদালতের সমনের পর এ বার লগ্নি বন্ধ করল ফরাসি অংশীদার

আমেরিকার আদালত সমন পাঠিয়ে ২১ দিনের মধ্যে জবাব তলব করেছে। এ নিয়ে শোরগোলের মধ্যেই আদানিদের ফরাসি সহযোগী টোটালএনার্জিস জানাল, আপাতত, তারা বিনিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১২:৪৬
Advertisement

বরাত আদায় করতে সরকারি আধিকারিকদের হাজার হাজার কোটি টাকা ঘুষ। এমনই অভিযোগে আদানিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে আমেরিকার আদালতে। জারি হয়েছে সমন। ২১ দিনের মধ্যে তার জবাব দিতে হবে গৌতম ও সাগর আদানিদের। সেই ধাক্কার মধ্যেই কেনিয়া সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে ব্যবসায়িক চুক্তি বাতিল করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও বিদ্যুৎ চুক্তি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিকে ১০০ কোটি টাকা অনুদান দেবে বলে আদানি গোষ্ঠী, তা ফিরিয়ে দিয়েছে তেলঙ্গানার কংগ্রেস সরকার। এর মধ্যেই খবর, ঘুষের অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত আদানিদের কোনও সংস্থায় আর পুঁজি ঢালবে না দীর্ঘদিনের সহযোগী টোটাল এনার্জিস।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement