Gaurav and Surangana on Nikosh Chhaya
‘মানুষের মধ্যেই পিশাচ রয়েছে, তাদের ভূতেদের দেশে পাঠিয়ে দিতে হবে’
“বাংলা সাহিত্যে ভাল ভূতের সংখ্যাই বেশি,” পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘নিকষ ছায়া’ সিরিজ় নিয়ে আড্ডায় বললেন গৌরব-সুরঙ্গনা
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ২০:১১
হরর-কমেডির রমরমার যুগে ‘পর্ণশবরীর শাপ’-এর সাফল্যের পর পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘নিকষ ছায়া’য় গৌরব ও সুরঙ্গনা। আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় গৌরব ও সুরঙ্গনা জানালেন ভূত নিয়ে তাঁদের মনের কথা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)