Tripura Flood

চার দিকে শুধু জল, জল আর জল! বন্যার এমন দৃশ্য দেখেনি ত্রিপুরা, মৃত্যু ২৪ জনের, ভাসছে বাংলাদেশও

সোমবার থেকে অবিরাম বৃষ্টিতে বানভাসি ত্রিপুরা। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুধুমাত্র ১৯ অগস্ট ত্রিপুরার আট জেলায় ২৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা সাম্প্রতিক কালের মধ্যে রেকর্ড।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৪ ১৭:২৬
Advertisement

১৯৮৩ সালের বন্যা দেখেছেন। ভোলেননি ১৯৯৩ সালের হাবুডুবু খাওয়াও। কিন্তু ২০২৪ সব দিক থেকেই আলাদা। গত চার দশকে এমন বন্যা দেখেনি ত্রিপুরা। গত সোমবার থেকে সেই যে বৃষ্টি শুরু হল, তার আর থামার নাম নেই। চার দিন ধরে অবিরাম বৃষ্টি চলার পর শনিবার সকালে পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু আকাশের মুখ এখনও ভার। ঘরপোড়া গরু ত্রিপুরা ডরাচ্ছে সেই থমথমে আকাশ দেখে। একই অবস্থা বাংলাদেশেও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement