আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে চলছে আন্দোলন-মিছিল। সরব হয়েছে টলিপাড়াও। এবার মহিলা কলাকুশলীদের সুরক্ষার্থে গঠিত হল একটি কমিটি, নাম ‘সুরক্ষা বন্ধু’। ফেডারেশন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, ১৫ জন সদস্যকে নিয়ে গঠিত এই ‘সুরক্ষা বন্ধু’ কমিটিতে থাকছেন বিশিষ্ট আইনজীবী, হাসপাতাল কর্তৃপক্ষ-সহ ফেডারেশনের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।