আরজি কর-কাণ্ড নিয়ে কেন চুপ রাজ্য মহিলা কমিশন, এই অভিযোগ তুলে শুক্রবার কমিশনের সদর দফতর অভিযানের কর্মসূচি নিয়েছিল বিজেপির মহিলা মোর্চা। রাজ্য মহিলা কমিশনের দফতরে তালা লাগিয়ে দেওয়ার ডাক দিয়েছিল মহিলা মোর্চা। বিজেপির শুক্রবারের এই কর্মসূচির পর কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় মুখোমুখি হলেন আনন্দবাজার অনলাইনের।