Anasuya Sengupta

রাতারাতি বিশ্বসেরা! কেমন লাগছে কলকাতার কন্যা অনসূয়ার

কান চলচ্চিত্র উৎসবের আন সার্টন রিগার্ড বিভাগে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কলকাতার অনসূয়া সেনগুপ্ত, বর্তমানে যিনি গোয়ার বাসিন্দা। ফ্রান্স থেকে নিজের শহরে ফিরে বিশ্ব সেরা হওয়ার অভিজ্ঞতা বললেন আনন্দবাজার অনলাইনকে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ১৭:৩৫
Advertisement

ছবির নাম ‘দ্য শেমলেস’। সেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অনসূয়াকে। রেণুকা নামে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। এক যৌনপল্লিতে সমকামী দুই নারীর প্রেমের গল্প বলে। সেই চরিত্রের জন্য তৈরি হতে কখনও ছবি এঁকেছেন, কখনও মার্শাল আর্টসে ফিরে গিয়েছেন অনসূয়া। পরিচিত হয়েছেন অচেনা একটি জগতের সঙ্গে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement