Brigade

‘কারও বাপের সম্পত্তি নয়’, ব্রিগেডে ‘রাজ্য সঙ্গীত’ গাওয়া নিয়ে মমতাকে তোপ বিমানের

ব্রিগেডে যৌবনের বন্যা বয়ে গিয়েছে: বিমান বসু

প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সুব্রত, সম্পাদনা: অসীম

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ ১৯:৩৯
Advertisement

ব্রিগেডে বাম যুবদের ইনসাফ সভায় আমন্ত্রিত বিমান বসু। ব্রিগেডে ডিওয়াইএফআইয়ের জমায়েত দেখে আপ্লুত বামফ্রন্ট চেয়ারম্যানের বক্তব্য, “ব্রিগেডে যৌবনের বন্যা বয়ে গিয়েছে।” এ দিন ‘রাজ্য সঙ্গীত’ গেয়েই নিজেদের সভা শুরু করেন মিনাক্ষী মুখোপাধ্যায়রা। এই বিষয়ে বিমান বসুকে প্রশ্ন করা হলে সিপিএম নেতার উত্তর, “নিজে লিখে সুর দিলে তা বাপের সম্পত্তি হয়। রাজ্য সঙ্গীত কারও বাপের সম্পত্তি না।” সম্প্রতি রবীন্দ্রনাথের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল...’ গানের শব্দ পরিবর্তন করে ‘বাঙালি’র বদলে ‘বাংলা’ শব্দকে স্থান দিয়েছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই এই পরিবর্তিত (শব্দ) রবীন্দ্রগানকে রাজ্যের ‘সরকারি গান’ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর নবান্ন থেকে নির্দেশিকা জারি করে সব সরকারি অনুষ্ঠানে এই গানকে বাধ্যতামূলকভাবে গাওয়ার কথা বলে মমতার সরকার। এ বার সেই গান গেয়েই শুরু হল ডিওয়াইএফআইয়ের ইনসাফ সভা। যা নিয়ে প্রশ্ন করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে নিশানা করলেন প্রবীন সিপিএম নেতা বিমান বসু।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement