DURGA PUJA 2023

বৃষ্টির মধ্যে ঝড়ের গতিতে কাজ, কুমারটুলি থেকে প্রতিমা গেল ভোপালে

পৌঁছতে সময় লাগবে ৮ দিন, মহালয়ার আগেই মধ্যপ্রদেশে গেল কুমারটুলির প্রতিমা।

প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ ১৫:০৭
Advertisement

দুয়ারে দুর্গাপুজো। ব্যস্ত কুমারটুলি। শেষ পর্বের প্রস্তুতির মধ্যেই সিঁদুরে মেঘ নিম্নচাপের বৃষ্টি। বারিধারা থেকে বাঁচতে শিল্পীদের একমাত্র সহায় ত্রিপল। বিপত্তি সেখানেও। চুঁইয়ে পড়া জলে গলে যাচ্ছে মাটির প্রতিমা। আর কাঁচা মাটির প্রতিমায় রঙের প্রলেপ হারাচ্ছে ঔজ্জ্বল্য। এ দিকে সপ্তাহ পেরলেই মহালয়া। সময়ের মধ্যেই দিতে হবে ‘ডেলিভারি’। উভয় সঙ্কটে প্রতিমাশিল্পীরা। শিল্পীদের আক্ষেপ, কুমারটুলিকে আন্তর্জাতিক মানের শিল্পশালা তৈরি করার বামফ্রন্ট আমলের প্রকল্প বাস্তবায়িত হলে হয়ত আজ এই দিন দেখত হত না। যে টাকায় বায়না নেওয়া হয়েছে প্রতিমা, দুর্যোগে তার দ্বিগুণ খরচ হয়ে যাচ্ছে। তবুও থেমে নেই কুমারটুলি। বৃষ্টির মধ্যেই ঝড়ের গতিতে চলছে কাজ। এখন থেকেই শুরু হয়েছে ‘ডেলিভারি’। হাতে সময় রেখেই মধ্যপ্রদেশের ভোপালে সপরিবারে পাড়ি দিলেন দেবী দুর্গা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement