প্রতিবেদন ও চিত্রগ্রহণ- সৌরভ, সম্পাদনা- সুব্রত
উত্তর কলকাতার অবিনাশ কবিরাজ স্ট্রিটে যৌনকর্মীদের দুর্গাপুজো। দশ বছরের পুজোয় এবারের থিম ছিল — ‘লালবাতির দুর্গাপুজো/এই মাটিতেই মাকে পাবে/যদি মন দিয়ে খোঁজো।’ দশমীতে সিঁদুরে রাঙা হল ‘লালবাতির দুর্গা’।