অন-কল রুমে নেই ছিটকিনি, রাতে তালাবন্ধ বাথরুম, সরকারি হাসপাতালে সুরক্ষা নিয়ে প্রশ্ন চিকিৎসকদের

হাসপাতালের মধ্যেই কর্মরত অবস্থায় ধর্ষিতা এবং খুন হলেন এক তরুণী চিকিৎসক। কলকাতার সরকারি হাসপাতালগুলির বেহাল নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠছে তার পর থেকেই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৪ ২০:২৮
Advertisement

বৃহস্পতিবার রাতে টানা ডিউটির মাঝে বিশ্রাম নিতে গিয়েছিলেন স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের পড়ুয়া চিকিৎসক। বিশ্রাম নেওয়ার আলাদা ঘর না থাকায়, রাতের খাওয়া সেরে একটু ঘুমিয়ে নিতে গিয়েছিলেন চার তলার সেমিনার হলে। সেখানেই ধর্ষণ এবং খুন হন বছর তিরিশের ওই তরুণী চিকিৎসক। তার পর থেকেই কলকাতার সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন উঠছে? কী অবস্থা শহরের বাকি হাসপাতালগুলির? সেখানে নিরাপত্তায় কী কী খামতি রয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা? আনন্দবাজার অনলাইন কথা বলল আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসক ও পড়ুয়াদের সঙ্গে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement