RG Kar Protest

‘শান্তি ফেরাতে সাহায্যের আর্জি, তা হলে সমন কেন?’ লালবাজার থেকে বেরিয়ে প্রশ্ন সুবর্ণ-কুণালের

আরজি কর-কাণ্ডে ‘ভুয়ো তথ্য’ ছড়ানোর অভিযোগে লালবাজার থেকে তলব করা হয়েছিল চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং কুণাল সরকার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ২১:২৫
Advertisement

আরজি কর নিয়ে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে শহরের দুই বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছিল লালবাজারে।তার প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছিলেন চিকিৎসক মহল। এ দিন কলকাতা মেডিক্যাল কলেজ থেকে লালবাজার পর্যন্ত এই দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে মিছিল করে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌স। প্রায় ঘণ্টাখানেক লালবাজারে থাকার পর বেরিয়ে আসেন চিকিৎসকেরা। মূলত পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য তাঁদের সাহায্য চাওয়া হয়েছে বলে জানান দুই চিকিৎসক। সুবর্ণ গোস্বামীর দাবি, খারিজ করা হয়েছে তাঁদের লালবাজারে ডেকে পাঠানোর সমনটিও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement