‘আমাদের কী দোষ, আমরা কোথায় যাব’, হাসপাতালে জরুরি পরিষেবা সচল রাখাই চ্যালেঞ্জ সিনিয়র চিকিৎসকদের

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছিলই। শনিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটে পরিষেবা সচল রাখতে হিমশিম অবস্থা শহরের হাসপাতালগুলির।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ২০:৩৩
Advertisement

কারও অপারেশনের ডেট পাওয়ার কথা ছিল, গত কয়েক দিন ধরেই সেই ডেট আর পাওয়া হয়ে উঠছে না। কেউ বা ঝুঁকি নিয়েই রোগীকে ছুটি করিয়ে নিয়ে যাচ্ছেন। ঢিমেতালে চলছে অন্তর্বিভাগীয় পরিষেবা। এমনিতেই জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির ফলে ব্যাহত হচ্ছিল পরিষেবা। শনিবার ২৪ ঘণ্টার জন্য সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ। শনিবারও হাসপাতাল জুড়ে তাই অসহায় রোগী এবং তাঁদের পরিজনেদের সারি। জরুরি বিভাগকে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। শহরের হাসপাতালগুলিতে জরুরি পরিষেবা সচল রাখার চেষ্টা চালাচ্ছেন সিনিয়র চিকিৎসকেরাই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement