Rituparna Sengupta

রোজের জীবনেও নান্দনিকতার ছোঁয়া, ‘আর্ট ইন লাইফ’ শুরু সিমায়, সেজে উঠলেন ঋতুপর্ণা

পুজোর ঠিক আগে, প্রতি বছরের মতো এ বারও শুরু হয়ে গিয়েছে সিমার বাৎসরিক প্রদর্শনী ‘আর্ট ইন লাইফ’। পোশাক থেকে অন্দরসজ্জা— ‘সব পেয়েছি’র এক এবং একমাত্র ঠিকানা। ঘুরিয়ে দেখালেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০২
Advertisement

পুজো আসছে। আকাশের গায়ে শরতের মেঘের আনাগোনা শুরু। সিমায় শুরু হয়ে গেল বাৎসরিক প্রদর্শনী ‘আর্ট ইন লাইফ’। নান্দনিকতা, ইতিহাস আর আধুনিকতা, হারিয়ে যাওয়া ঐতিহ্য আবার ফিরে দেখার পাশাপাশি নিজের সংগ্রহে রাখার এক অনন্য উৎসব, শারদোৎসবের ঠিক আগে। কী কী আছে এ বার সিমার ‘আর্ট ইন লাইফে’র সম্ভারে? চোখজুড়োনো শাড়ির ভান্ডার তো আছেই, ঘর সাজানোর উপকরণ থেকে হাতের ব্যাগ, পরনের দোপাট্টা থেকে অন্দরসজ্জা। বস্তুত, নান্দনিকতার এক চোখ ঝলসানো সংগ্রহ হাজির করেছে সিমা। পুরনো অভ্যেস মতো ‘আর্ট ইন লাইফে’ ঢু মারতে এসেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement