পুলিশের হাত থেকে তদন্তভার নিয়েছে সিবিআই। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন পুলিশকে সময় দেওয়া হয়নি। শুক্রবার মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। তিনি স্লোগান দিয়ে বলেন, ‘‘দোষীদের ফাঁসি চাই। রাম-বামের চক্রান্ত ব্যর্থ করুন। কুৎসাকারীদের ব্যর্থ করুন। বাংলা মাকে অসম্মানের জবাব দাও বিজেপি।’’