R G kar Incident

শুভশ্রী, সোহিনী, বিদীপ্তা, শোলাঙ্কি, সুবিচার চেয়ে আর জি করে রাত জাগলেন তারকারা

মেয়েদের রাত-দখলের রাতে এক বেনজির মুহূর্ত তৈরি হল কলকাতার রাজপথে। আট থেকে আশি মিশলেন দাবি আদায়ের আন্দোলনে। তারকারাও সাধারণ মানুষের মতোই মিশে গেলেন আমজনতার ভিড়ে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৪ ২২:১১
Advertisement

রাত দখলের লড়াইয়ে সামিল গোটা দেশ। শহরের রাজপথে হাজির ছিলেন আট থেকে আশি। সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠেছেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’। মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছিলেন সুবিচার চাওয়ার আন্দোলনে। দেশ, রাজ্য, জেলা, শহর জুড়ে এই ধিক্কার মিছিলে পা মিলিয়ে আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের বিচার চেয়েছেন। তারকা তকমা ছেড়ে বেরিয়ে এই রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছেন তারকারাও। এ বার আরজি করে রাত জাগলেন তারকারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement