Buddhadeb Bhattacharjee

রবীন দেবের সঙ্গে পরামর্শ ববির, কৌস্তুভের কাঁধে হাত অরূপের, ‘আমরা-ওরা’র স্রষ্টাই মেলালেন দু’পক্ষকে

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাড়া, পাম অ্যাভিনিউয়ে রচিত হল এক বিরল দৃশ্যমালা। যেখানে রাজনৈতিক ভেদাভেদ দূরে সরিয়ে রেখে হাতে হাত রেখে চললেন সিপিএম এবং তৃণমূল নেতারা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ২২:০৩
Advertisement

ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনায় ব্যস্ত রবীন দেব। যুবনেতা কৌস্তুভের কাঁধে হাত রেখে কথা বলছেন মন্ত্রী অরূপ। হাতে হাত ধরে সুকান্ত মজুমদারের পাঠানো ফুলের মালা ছবির সামনে দেওয়ার ব্যবস্থা করছেন কমরেডরা। বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যের পাড়া পাম অ্যাভিনিউয়ে রচিত হল রাজ্য রাজনীতিতে অধুনা বিরল এক দৃশ্যের। বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর প্রয়াণ সংবাদ মিলিয়ে দিল গতকাল পর্যন্ত প্রতিটি বিষয়ে বিপরীত মতবাদ রাখা রাজনৈতিক দলের নেতাদের। মেলালেন, তিনিই মেলালেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement