Buddhadeb Bhattacharjee Death

‘ঈশ্বরের মতো লোক চলে গেল’! বুদ্ধের প্রয়াণে ২৭ বছরের ডিউটি শেষ তাঁর গাড়ির চালক সমরের

গত ২৭ বছর ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের বুলেটপ্রুফ দুধসাদা অ্যাম্বাসাডরের চালকের দায়িত্ব পালন করেছেন সমর বিশ্বাস। বৃহস্পতিবারও রোজের মতোই তিনি এসেছিলেন ‘ডিউটি’তে। কিন্তু তার পরেই সব শেষ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ২০:৩৬
Advertisement

গত ২৭ বছর ধরে রোজ ডিউটিতে এসেছেন। বৃহস্পতিবার সকালেও তেমনই ঘড়ি ধরে হাজির হয়েছিলেন বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ে—রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে। কিন্তু আচমকাই সব শেষ। তিনি সমর বিশ্বাস। প্রায় তিন দশক ধরে বুদ্ধদেবের গাড়ির স্টিয়ারিং সামলেছেন তিনিই। খবর পেয়ে শোকাহত সমর বাকরুদ্ধ। সংবাদমাধ্যমের হাজার কাকুতিমিনতির পর অস্ফুটে কেবল বলতে পারলেন, ‘‘ইশ্বরের মতো লোক চলে গেল।’’

Advertisement

ডব্লুবি জ়িরো সিক্স ট্রিপল জ়িরো টু। গত ২৭ বছর ধরে পাম অ্যাভিনিউ সাক্ষী এই দুধসাদা অ্যাম্বাসাডরের। বুলেটপ্রুভ এই গাড়িরই সারথি সমর। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে যাঁর ‘ডিউটি’ও সমাপ্ত হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement