নতুন বছরেও চর্চায় রাজ চক্রবর্তীর ছবি 'সন্তান'। একই সঙ্গে আলোচনায় মিঠুন চক্রবর্তীও। যিনি ছবিতে ঋত্বিক চক্রবর্তীর বাবার চরিত্রে অভিনয় করেছেন। ছবির স্ক্রিপ্ট পড়ে মূল্যবোধের কথা মনে হয়েছিল, জানালেন তিনি। ছবিতে তাঁর চরিত্রের মতো অবস্থা বাস্তবে হলে তিনি হার্ট ফেল করেই মরে যাবেন বলে দাবি অভিনেতার। পরিচালক, সহ অভিনেতাদের পাশাপাশি নিজের সন্তান, স্ত্রী, পরিবার নিয়ে আলাপচারিতায় মিঠুন চক্রবর্তী।