Bolpur Fire Death

বগটুইকাণ্ডের পুনরাবৃত্তি! ঘুমের মধ্যে পুড়ে মৃত্যু মা-ছেলের, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা

রাতে ঘুমন্ত অবস্থায় তিন জনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। আগুনে ঝলসে মৃত্যু মা ও পুত্রের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিতা। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের একটি গ্রামে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৪ ১৫:৪৬
Advertisement

ঠিক যেন বগটুইয়ের মতোই আতঙ্কের ছায়া দেখছেন নতুনগীত গ্রামের বাসিন্দারা। বগটুইয়ের ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও এখানে তা নেই বলেই দাবি গ্রামবাসীদের। আমি এই মুহূর্তে সেই বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি। যে বাড়িতে গতকাল রাতে আগুন লাগিয়ে বাড়ির তিন জনকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। অগ্নিদগ্ধ তিন জনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার পরেই তাঁদেরকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে প্রথমে রূপার ছোট ছেলে আয়ানের মৃত্যু হয়। মৃত্যু হয় রূপারও। যদিও এখনও হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তুতা শেখ। এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতেই ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। এই ঘটনা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যেও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement