প্রায় ১৬ বছর পর নিজের স্কুলে ফিরলেন রুক্মিণী মৈত্র। ফেলে আসা ক্লাসরুমে বসে পুরনো সময়কে ধরার চেষ্টা করলেন, ফুরনো সময়কে ছুঁয়ে দেখলেন, চেনা করিডর ধরে হাঁটলেন। প্রিয় শিক্ষক, বন্ধুদের সঙ্গে সময় কাটালেন। স্কুলের যে মঞ্চে সানিয়া মির্জাকে দেখে কিছু করে দেখানোর বাসনা জেগেছিল সেই মঞ্চেই ফিরে এলেন বিনোদিনী রুক্মিণী হয়ে। কেমন ছিল ‘রুকসু’র স্কুলজীবন?