Debolina-Tathagata-Bibriti

‘বিপ্লব’ ঘটালেন তথাগত, বিবৃতির সঙ্গে ‘লেসবিয়ান’ চরিত্রে অভিনয় করতে চান দেবলীনা

পাতলা হলে চলবে না, পেশাদার হতে গেলে প্রয়োজন গণ্ডারের চামড়া: বিবৃতি

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৪ ২২:১৮
Advertisement

ইউটিউবে মুক্তি পেল তথাগত মুখোপাধ্যায়ের ছবি ‘ভটভটি’। এই ছবিতে একই সঙ্গে অভিনয় করেছেন বিবৃতি চট্টোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। ঘটনাচক্রে দেবলীনা দত্ত তথাগত মুখোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী। টলিমহলে গুঞ্জন এই মুহূর্তে বিবৃতির সঙ্গেই সম্পর্কে রয়েছেন তথাগত। যদিও এখনও পর্যন্ত সম্পর্কের কথা স্বীকার করেননি দুই তারকা। আবার এটাও ঠিক, সম্পর্কে থাকার কথা জোর গলায় অস্বীকারও করেননি কেউ। অতীতে একাধিক সাক্ষাৎকারে একে অপরকে নিয়ে অনেক কথাই বলেছেন এই ‘ত্রয়ী’। তবে এই প্রথম একসঙ্গে একই ফ্রেম-এ প্রাক্তন-বর্তমানকে নিয়ে অকপট আলোচনায় পরিচালক তথাগত মুখোপাধ্যায়। তাঁর কথায়, তিনি দর্শন থেকেই সিনেমা বানান। ‘বিপ্লব’ ঘটেছে, আর সে কারণেই তাঁদের এই ‘জমায়েত’। বিবৃতি যদিও বলেন, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে পাতলা চামড়া থাকলে চলবে না, প্রয়োজন গণ্ডারের চামড়া। আর দেবলীনার বক্তব্য সিনেমার জন্য বিবৃতির সঙ্গে তিনি ‘লেসবিয়ান’ চরিত্রে অভিনয় করতেও কুণ্ঠা করবেন না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement