২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন। গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একের পর এক সামনে আসতে থাকে আওয়ামী আমলের পাহাড় প্রমাণ দুর্নীতি আর দেড় দশকের শাসনকালের কীর্তিকলাপ। শিরোনামে আসে আয়নাঘর, যা নিয়ে শুরু তোলপাড়। আয়নাঘরে ৫ বছর ৩ মাস ২৮ দিন বন্দি। জানানো হয়নি বাবার মৃত্যুর কথাও। বছরের পর বছর অপেক্ষার পরও যখন হদিশ পাওয়া যায়নি, পরিবার তাঁর শেষকৃত্য পর্যন্ত করে দেয়। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের নেতা, সেই মাইকেল চাকমা ফিরেছেন আয়নাঘরের অব্যক্ত অভিজ্ঞতা নিয়ে।