Lok Sabha Election 2024

অনুব্রতবাবুকে প্রশ্ন করেছিলাম উত্তম কুমার ভোটে দাঁড়ালেও কি এ ভাবে ব়্যাগ দিতেন: শিলাজিৎ

আমার গ্রামে শাহজাহান তৈরি হলে আমি পালিয়ে যাব: শিলাজিৎ মজুমদার

আনন্দবাজার অনলাইন
বীরভূম শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৩:১৫
Advertisement

বীরভূম। লাল মাটির দেশ। বোলপুর, শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ, বিশ্বভারতী— একটা সময় পর্যন্ত বীরভূমের এই পরিচিতিই ছিল বাংলার গর্ব। দেশের গর্ব। সে সব এখন অতীত। বরং বীরভূম এখন অনেক বেশি ‘রাজনৈতিক’। গরু, বালি, পাথর, কয়লা আর ‘কেষ্টার কেলেঙ্কারি’তে অপ্রসাঙ্গিক হয়েছে শিক্ষা, সংস্কৃতি আর অপার প্রকৃতি। ১৩ মে, আগামী ৫ বছরের জন্য দুই কেন্দ্রের ‘অভিভাবক’ নির্বাচন করবে বীরভূম। বীরভূম আর বোলপুরে কী হবে এ বার? ভোটের হাওয়া বুঝতে ‘দুয়ারে তারকা’। এই পর্বে থাকছেন গায়ক, সুরকার, শিল্পী শিলাজিৎ মজুমদার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement