আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ ‘আঁকলেন’ এ শহরের শিল্পীরা
“নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ প্রশাসন,” অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে শিল্পীদের জমায়েতে বললেন সমীর আইচ।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৪ ২২:২১
Advertisement
রুপোলি পর্দা আর নাট্যমঞ্চের চেনা মুখেরা আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছিলেন আগেই। এ বারে চিত্রশিল্পীরা। রং-তুলি হাতে, কাগজ-ক্যানভাস ভরিয়ে তুললেন প্রতিবাদী চিৎকারে। পাশে পেলেন অন্য মাধ্যমে কাজ করা শিল্পীদেরও।