পাক অধিকৃত কাশ্মীর হবে ভারতের! মোদী সরকারের ছ’মাস পূর্তিতে ‘যোগী-বাণী’ স্মরণ করছেন বিরোধীরা
লোকসভার প্রচারে আদিত্যনাথের দাবি ছিল, মোদী জেতার ছ’মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে। মোদী সরকার ছ’মাস পূর্তির মুখে দাঁড়িয়ে। আদিত্যনাথের প্রতিশ্রুতির কী হল, প্রশ্ন বিরোধীদের।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৬:১৬
Advertisement
লোকসভার প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা আদিত্যনাথের দাবি ছিল, মোদী জেতার ছ’মাসের মধ্যে
পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে। মোদী সরকার ছ’মাস পূর্তির
মুখে দাঁড়িয়ে। আদিত্যনাথের প্রতিশ্রুতির কী হল, প্রশ্ন বিরোধীদের।