বিমান বাতিল হলে কী করবেন? ছবি: সংগৃহীত।
বিমান সফর অনেকের অত্যন্ত পছন্দের। তাই শহরের বাইরে যাওয়ার পরিকল্পনা করলে প্রথমেই বিমানের টিকিট কেটে নেন। বিমানে যাতায়াত করার যেমন সুবিধা রয়েছে, তেমনি বিমান-সফরের কিছু নিয়মও আছে। যার মধ্যে অন্যতম হল, বিমান ছাড়ার নির্দিষ্ট সময়ের বেশ কিছু ক্ষণ আগেই বিমানবন্দরে পৌঁছে যাওয়া। কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গিয়ে দেখলেন, বিমান বাতিল হয়েছে। বেড়াতে যাওয়ার আনন্দে টইটম্বুর মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এমন খবরে হতাশ হওয়া অস্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে কী করবেন, তা অনেকেই বুঝতে পারেন না। সেই মুহূর্তে কোন কাজগুলি করলে মনখারাপ খানিকটা হলেও কাটবে?
১) বিমান বাতিল হলে সংশ্লিষ্ট বিমান সংস্থার নাম গুগল করে বা ওই সংস্থার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন, যাত্রী হিসাবে আপনি কী ধরনের ক্ষতিপূরণ পাবেন। কিংবা বিমানবন্দরে পাঁচ ঘণ্টার বেশি অপেক্ষা করার পর বিমান বাতিল হলে সেই সংস্থার তরফ থেকে কোনও সমাধান দেওয়া আছে কি না, সে বিষয়টিও দেখে নিতে পারেন।
২) ‘ফ্লাইট অ্যাওয়ার ওয়েবসাইট’-এ গিয়ে বাতিল হওয়া বিমানের নম্বর ও তারিখ দিয়ে বিমানের সঠিক অবস্থান সম্পর্কে জেনে নিতে পারেন।
৩) এয়ারলাইনসের অ্যাপটিও নিজের ফোনে ভরে রাখতে পারেন। এতে বিমানের গতিবিধি সম্পর্কে সব সময়ে ওয়াকিবহাল থাকা যাবে। তবে এই পরামর্শগুলি সব দেশে বা সব বিমান সংস্থার জন্য প্রযোজ্য নয়। সংস্থা ও জায়গা ভেদে তা পরিবর্তিত হতে পারে।