Bagpacking Tips

ভ্রমণের আগে কী ভাবে ব্যাগ গোছালে মালপত্র থাকবে হালকা, বাদ যাবে না প্রয়োজনীয় জিনিস

ঘুরতে যাওয়া নিয়ে উৎসাহ প্রবল, কিন্তু কী ভাবে সব গুছিয়ে ওঠা যাবে, তা নিয়েই হয় সংশয়। তাই রইল সহজে ব্যাগ গোছানোর ছ’টি কৌশল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১৫:৩৫
কী ভাবে সহজে গুছিয়ে নেবেন ব্যাগ।

কী ভাবে সহজে গুছিয়ে নেবেন ব্যাগ। ছবি: সংগৃহীত।

ভ্রমণ পরিকল্পনার এক খুবই গুরুত্বপূর্ণ দিক হল, ঘুরতে যাওয়ার জন্য মালপত্র গোছানো। কিন্তু নজর রাখা দরকার, যেন ভ্রমণের উত্তেজনায় বাদ না পড়ে যায় কোনও প্রয়োজনীয় জিনিস। জেনে নেওয়া যাক সহজে ব্যাগ গোছানোর ছ’টি কৌশল:

Advertisement

১) একটি তালিকা তৈরি করুন:

ভ্রমণের কয়েকদিন আগে, প্রয়োজনীয় সব জিনিসের একটি তালিকা তৈরি করে নেওয়া গুরুত্বপূর্ণ। পোশাক, প্রসাধনী, ওষুধ, ইলেকট্রনিক জিনিসপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সেই তালিকার অন্তর্ভুক্ত করে নেওয়া দরকার। তালিকাটি তৈরি করার সময়ে, যেখানে যাওয়ার পরিকল্পনা, সেখানকার আবহাওয়া অবশ্যই বিবেচনা করা দরকার এবং সেই অনুযায়ী, প্রয়োজনীয় জিনিস সঙ্গে নেওয়া প্রয়োজন।

২) পোশাক ভাঁজ করার পদ্ধতি:

ভাঁজ করার পরিবর্তে, পোশাকগুলি ‘রোল’ করে ব্যাগে ভরলে জায়গা বাঁচাতে সাহায্য করবে এবং পোশাকে ভাঁজ পড়বে না। ভারী জিনিসপত্র, যেমন জিন্‌স এবং সোয়েটার, ব্যাগের সবচেয়ে নীচে রাখলে ভাল হয়।

ঘুরতে যাওয়ার সময় ব্যাগ যেন বেশি ভারী না হয়।

ঘুরতে যাওয়ার সময় ব্যাগ যেন বেশি ভারী না হয়। ছবি: ফ্রিপিক

৩) ব্যবহার করুন পোশাক নেওয়ার বিশেষ ব্যাগ:

বাজারে পোশাক নেওয়ার বিশেষ ব্যাগ সহজেই পাওয়া যায়, এগুলিকে সাধারণত, ‘প্যাকিং কিউব’ বলা হয়ে থাকে। এগুলি বিভিন্ন আকারের হয়। বিভিন্ন ধরনের পোশাক বা জিনিসপত্রের জন্য আলাদা আলাদা এই ধরনের ‘প্যাকিং কিউব’ ব্যবহার করলে জিনিসপত্র খুঁজে পাওয়া সহজ হবে।

৪) তরল জিনিসপত্র নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন:

তরল জিনিসপত্র, যেমন শ্যাম্পু, লোশন এবং ময়েশ্চারাইজার, প্লাস্টিকের ব্যাগে সিল করে রাখলে পড়ে যাওয়ার ভয় থাকে না।

৫) ভারী জিনিসপত্র ব্যাগের পিছনের দিকে রাখা সুবিধাজনক:

যতটা সম্ভব ভারী জিনিসপত্র, যেমন বই, ল্যাপটপ এবং চার্জার, ব্যাগের পিছনের দিকে বা শরীরের কাছে রাখলে ব্যাগ বহন করতে সুবিধে হবে।

৬) হাতের কাছে থাক একটি ছোট ব্যাগ:

সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসপত্র, যেমন ওষুধ, পরিচয়পত্র এবং মূল্যবান জিনিসপত্র, হাতের কাছে একটি ছোট ব্যাগে রাখলে সুবিধা হবে।

এ সব কৌশল অনুসরণ করে, আগামী ভ্রমণের জন্য সহজেই ব্যাগ গুছিয়ে নেওয়া সম্ভব হবে এবং ভ্রমণ হয়ে উঠবে আরও উপভোগ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement