‘প্যালেস অন হুইলস্’ ফের চালু হল! ছবি: সংগৃহীত
বছর দুয়েক পরে ফের চালু হল ‘প্যালেস অন হুইলস্’ নামক দূরপাল্লার বিলাসবহুল ট্রেন। শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত গান্ধীনগর রেলওয়ে স্টেশন থেকে পুনরায় ট্রেনটি চালু করেন। কোভিডের কারণে গত দু’বছর এই ট্রেনটির চলাচল বন্ধ ছিল।
গহলৌত বলেন, ‘‘এই রাজসিক ট্রেন পরিষেবা গত ৪০ বছর ধরে পর্যটকদের মুগ্ধ করে চলেছে। সারা বিশ্ব থেকে মানুষ এই ট্রেনযাত্রা উপভোগ করে আসতেন।’’ ট্রেন ছাড়ার আগে মুখ্যমন্ত্রী ট্রেনের ভিতরের সমস্ত সুযোগ-সুবিধাগুলি খতিয়ে দেখেন। তিনি যাত্রীদের শুভেচ্ছাও জানান। তিনি বলেন যে, পরিষেবাটি পুনরায় চালু করতে পারা সরকারের পক্ষে গর্বের বিষয়।
গহলৌত আরও বলেন, এই ট্রেনের পুনর্যাত্রা রাজ্যের পর্যটন ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলবে। রেলওয়ে এবং রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ তত্ত্বাবধান ট্রেনটিতে আধুনিক আসবাবপত্র এবং অতিরিক্ত সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।’’
HCM Rajasthan Ashok Gehlot flags off ‘Palace on Wheels’ fam tour along with Tourism Minister Vishvendra Singh, Minister of State Tourism Murari Lal Meena, Industries Minister Shakuntala Rawat, RTDC Chairman Dharmendra Rathore, & PST Gayatri Rathore among others.
— Rajasthan Tourism (@my_rajasthan) October 8, 2022
(1/2) pic.twitter.com/9TnChU15Ev
এই আর্থিক বর্ষে রাজস্থান সরকার প্রায় ১০০০ কোটি টাকা পর্যটন শিল্পের জন্য বরাদ্দ করেছে। ১৯৮২ সালে প্রথম বার এই ট্রেন চলাচল শুরু হয়। দিল্লি এবং আগ্রা ছাড়াও, সাত দিনের লম্বা ট্রেনযাত্রায় রাজস্থানের জয়পুর, জোধপুর, উদয়পুর, চিতোরগড়, জয়সলমের এবং ভরতপুর সফরের সুযোগ পান পর্যটকরা।