Wrestler's Protest at Jantar Mantar

বিদ্যুতের লাইন কেটেছে পুলিশ, নেই জল, খাবার! অভিযোগ তুলে ধর্না চালিয়ে যাবেন সাক্ষীরা

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণ শরন সিংহের বিরুদ্ধে আন্দোলন বেড়েই চলেছে। তার মাঝেই দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন যন্তর মন্তরে ধর্নায় বসা কুস্তিগিররা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ১১:৩৩
Picture of wrestlers at Jantar Mantar

যন্তর মন্তরে ধর্না চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বজরং পুনিয়া (বাঁ দিকে), সাক্ষী মালিকরা। —ফাইল চিত্র

কুস্তিগিরদের আন্দোলন দিন দিন বেড়েই চলেছে যন্তর মন্তরে। ক্রীড়া জগতের বিভিন্ন ক্ষেত্র থেকে সমর্থন পাচ্ছেন বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিকরা। এর মধ্যেই দিল্লি পুলিশ যন্তর মন্তরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বজরং। এতে তাঁদের ধর্না বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

একটি ভিডিয়ো বার্তায় টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বজরং অভিযোগ করে বলেছেন, ‘‘দিল্লি পুলিশ যন্তর মন্তরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। খাবার, জল ঢুকতে দেওয়া হচ্ছে না।’’

Advertisement

অভিযোগের পাশাপাশি আরও কড়া আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বজরং বলেছেন, ‘‘এ ভাবে আমাদের থামানো যাবে না। আন্দোলন আরও বাড়বে। ব্রিজ ভূষণ শরন সিংহ গ্রেফতার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’’

এর আগে কুস্তিগিররা অভিযোগ করেছিলেন, ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর নিচ্ছে না দিল্লি পুলিশ। বিক্ষোভের মধ্যে পড়ে অবশেষে জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে এফআইআর নিতে বাধ্য হয়েছে দিল্লি পুলিশ। সংবাদ সংস্থা পিটিআইকে বজরং বলেছেন, ‘‘প্রথম পদক্ষেপে জয় হল। তবে আমরা জাতীয় কুস্তি সংস্থার পদ থেকে ব্রিজ ভূষণের অবিলম্বে পদত্যাগ চাই।’’ বিনেশ বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব ওকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। ওর মতো মানুষের থাকা উচিত হাজতে। দিল্লি পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেও আমাদের নজর থাকবে।’’

বিনেশদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ক্রিকেটার কপিল দেব সমাজমাধ্যমে রাস্তায় বসে প্রতিবাদ জানানো বিনেশ, সাক্ষীদের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘এরা কি আদৌ কোনও সুবিচার পাবে?’’ বীরেন্দ্র সহবাগের টুইট, ‘‘যারা আন্তর্জাতিক মঞ্চে ভারতের জাতীয় পতাকার মর্যাদা বাড়িয়েছে, তাদের এই অবস্থা কল্পনা করতে পারি না।’’ কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement